Tuesday, November 28, 2017

Childhood days were very well - ছোটো বেলায় ছিলাম বেশ !


ছোটো বেলায় ছিলাম বেশ 
স্বাধীন দেশে স্বাধীন বেশ 

ছোটো বেলায় ছিলাম বেশ 
কাদা মাখা ৰঙীন দেশ 

ছোটো বেলায় ছিলাম বেশ 
মায়ের কোলে ঘুমের রেশ 





ছোটো বেলায় ছিলাম বেশ 
ঢিলা মেরে খেতাম কেস

ছোটো বেলায় খেতাম  বেশ 
পুজোর রাখা সন্দেশ 

ছোটো বেলার হলো শেষ 
দুখের আর নাইকো শেষ .

Saturday, November 25, 2017

Woman you are fascinated - নারী তুমি সিগ্ধ


নারী তুমি সিগ্ধ
নারী তুমি নম্ব্র।

চোখে তোমার হৃদয় দেখি
তোমার কথায় স্বপ্ন দেখি।

তোমার রুপে
পাগল আমি।

অনেক রঙ্গে অনেক বেসে
জন্মে থাকে তোমায় দেখি।

তুমি আমার মনের চাবি
ছবির মাঝে রং তুলি।

তোমার স্নেহে  তৃপ্তি ভারি
তোমার আদর যত্নে রাখি
শুন্য বুকে তোমায় খুজি।
মা বোন তুমি কোথায়।
একটি ঘন্টার জন্যেও তোমাদের খুজি।






Tuesday, November 21, 2017

You were, Even Today have - তুমি ছিলে আজও আছো।

তুমি ছিলে
আজও আছো।
তোমায় প্ৰথম দেখা
আজও মনে পরে।
গাছের নিচে বসে
প্রথম তোমার হাত
আমার হাতের উপর
তোমারি সৃষ্টি।
আমার জন্যে তোমার চোখের জল
তোমারি সৃষ্টি।
ক্ষনিকের আসা স্ট্রেশনে
ক্ষনিকের কথা সময়ের অভাবে
তোমাকে ছেড়ে যাওয়া
সেটা আমারি।
শুধু পরে না মনে আমার
তোমার ভুলে যাওয়া কথা
তোমার কি পরে মনে

ইতি ,

তোমারি

Monday, November 20, 2017

My feelings-আমার অনুভুতি ......


আজ আর আকাশের দিকে তাকিয়ে দেখি না
রামধনুর রং আর দেখা হয় না

আজ আর বৃষ্টিতে ভেজা হয় না
বাদল আর আসে না

গাছেরা আর তেমন হাসে না
গাছের পাখিরা আর গাছে থাকে না



উঁচু উঁচু ইমারত গুলো
আরো উঁচু হতে চায়.

আগের পৃথিবী তুমি কোথায়।
যেথায় শিশিরে ভেজা  মাটি ছিলো
দুর্বার সবুজ রঙ ছিলো
গাছে গাছে ফুল ছিলো
ঢিলা মারার গাছ ছিল 
সবাই হারিয়ে গেল। 

আমার ছোট বেলার মতো। 


It does not get up early in the morning- সকাল বেলা আর ওঠা হয় না।

                                                                                                     
                                                                                                       
                                                                                                        সকাল বেলা আর ওঠা হয় না। 
কারণ ভোরের পাখিরা আর ডাকে না।

রাতের বেলা রাত হয় যায়
চোখের পাতা এক হয় না। 

স্বপ্ন গুলো জেগেই দেখি। 
সময় গুলো বইতে দেখি। 

চোখের জলে চোখটা বুজি 
স্তব্ধ ভরা অনুভুতি।
শুভো রাত্রি। 

Sunday, November 19, 2017

Meaning of Life- জীবনের নাম জিজ্ঞাসা কেণ ?

                                                                                      
                                                                                      জীবনের নাম জিজ্ঞাস কেণ         
জীবনের নাম জয়।

জীবন এত অমুল্য 
তবুও জীবন ক্ষয়।

জীবনে জীবনে কত হানা হানি
জীবনে হতাসা ব্যাথা।

মুক্ত মধুর ভালোবাসা দিয়ে 
জীবন সেখায় কথা ।