Wednesday, December 6, 2017

হেমন্তের মিষ্টি রোদ - Sweet sunshine of frost

বসে আছি খোলা বাতায়নে,
একটা বালিসে হেলান দিয়ে,
পরছে কত কথা,

এই দুপুরে হেমন্তের মিষ্টি রোদ
গায়ে মেখে,
দুরে কোথাও ঐ পুকুর পাড়ে
হেলান গাব গাছটার ঝোলা ডালে,
নাম না জানা একটা পাখি
ডাকছে কখন থেকে,
আর একদিকে বন্ধ বাতায়নের
অপার থেকে একটা হলুদ রঙের পাখি উরে উরে,
ঘুরে ঘুরে তার ঠোঁট দিয়ে
কাঁচের ওপর ঠোকরাচ্ছে
ক্রমাগত, দেখতে গেলে
উড়ে গিয়ে বসছে আমার
ঐ পিয়ারা গাছের ডালে।

মনটা কেমন যেন উদাস হয়ে
আছে, তাই ভাবছি গুরুদেব
ঠিক বলেছিলেন, যাহা চাই
তাহা ভুল করে চাই,
যাহা পাই তাহা চাইনা,
আমার মনকে আমাকে ই
ঠিক করতে হবে, তাই এই
গানটা শুনলাম দুবার করে
কথাগুলো বুঝবার চেষ্টা
করলাম, এখন তো আর
কাগজ কলম লিখতে লাগেনা
ভাল লাগলো তাই তোমাকে পোস্ট করছি এই অপরাহ্নে।