Friday, December 8, 2017

Watching the Amazon campaign, face horrifying experiences, see --

আমাজন অভিযানের শ্যুটিংয়ে, ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি দেব, দেখুন

আমাজন অভিজান হল একটি আসন্ন বাংলা ভাষার চলচ্চিত্র।[২] [৩] এই চলচ্চিত্রটি ২০১৩ মুক্তি প্রাপ্ত বাংলা ছবি চাঁদের পাহাড়ের সঙ্গে মিল রেখে চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব হিসাবে নির্মাণ করা হয়।[৪][৫]ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবকে
এই চলচ্চিত্রটি প্রযোজনা সংস্থান ১০০ তম চলচ্চিত্র। [৬] ছবিটি ২০১৭ সালের ২২ ডিসেম্বরে মুক্তি পাবে।
এই ছবিটির কাহিনী একটি সোনার খনির খোঁজ নিয়ে। এখানে শঙ্কর (দেব) চাঁদের পাহাড়ের আংশ মিটিয়ে তার ভ্রমণের ও ছুটে বেরানোর নেশায় আমাজনের সোনার খনির উদ্দেশে জাহাজ নিয়ে ব্রাজিলে পাড়ি দেয়; সঙ্গে থাকে তার দুই সহযাত্রী (ডেভিড জেমস ও স্বেতলেনা)। এরপর শঙ্কর বিভিন্ন প্রতিকূলতা ও আমাজনের ভয়ঙ্কর জীবজন্তু ও বিপদ থেকে বেঁচে ডোরাডোর সোনার খনি আবিষ্কার করে।[৭]
অভিনয়শিল্পী
  • দেব - শংকর রায় চৌধুরী হিসেবে, গল্পের মূল চরিত্র
  • ডেভিড জেমস - মার্কো ফ্লোরিয়ান হিসেবে
  • স্বেতলেনা - আন্না ফ্লোরিয়ান হিসেবে
  • তমাল রায় চৌধুরী - শঙ্করের বাবা
  • লাবনি সরকার - শঙ্করের মা

Amazon Obhijaan (stylized as Amazon অভিযানEnglish:The Amazon Expedition) is an upcoming Indian adventure drama film, directed by Kamaleshwar Mukherjee and produce by Shrikant Mohta and Mahendra Soni under the banner of SVF Entertainment.[2] It is the sequel to 2013 film Chander Pahar and the second installment of Chander Pahar film franchise.[3]
This film is the 100th film of the production house.[4]The film is slated to be released on December 22, 2017.




Source by 24 Ghanta.



No comments:

Post a Comment